হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানির অভাবে কাপ্তাই হ্রদে কমেছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ায় ফলে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ ছাড়া হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষজনের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে। 

পানি বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী এখন হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ৮০ ফিট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু বর্তমানে পানি আছে ৭৬ দশমিক ৯৪ ফিট এমএসএল। যেখানে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল। 

পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। 

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের সঙ্গে আজ বুধবার সকালে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব কটি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। 

বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ ও ৫ নম্বর ইউনিট চালু রয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ৩ নম্বর ইউনিট থেকে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যেখানে আগে ৫টি ইউনিটে প্রত্যেকদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। বর্তমানে পুনর্বাসনের জন্য ১ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়। একই সঙ্গে পানির তীব্র সংকটে ২ ও ৪ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ