হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ের মানুষের সুরক্ষার জন্য চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে এখানকার মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ের মানুষের অধিকার সুরক্ষার জন্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। চুক্তি বাস্তবায়ন না হলে এখানে নারীর অধিকার, ভূমি অধিকারসহ জুম্ম জনগণের অধিকার উপেক্ষিত থেকে যাবে। 

আজ সোমবার রাঙামাটিতে আশিকা সম্মেলনকক্ষে আদিবাসী বিবাহ নিবন্ধনে প্রথাগত আইন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির জন্য পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। এ রক্তের বিনিময়ে চুক্তি হয়েছে; কিন্তু সে কথা বর্তমান প্রজন্ম জানেই না। চুক্তিকে মানুষ ভুলে যেতে বসেছে।’ 

পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘এটি অবশ্যই প্রয়োজন আছে। এটি না হওয়ার কারণে সমাজে নানান সমস্যা দেখা দিচ্ছে।’ 

বিশেষ অতিথি চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের বিবাহ নিবন্ধন না থাকায় এখানকার আদিবাসীরা বিদেশ গমন, বিবাহ বিচ্ছেদসহ নানান সমস্যায় পড়েন। এটি থেকে মুক্তির জন্য বিবাহ নিবন্ধনের প্রয়োজন আছে।’ 

তিনি বলেন, ‘এটি করতে কাউকে জোর করা হবে না, তবে আমরা উদ্বুদ্ধ করব। কার্বারি (গ্রামপ্রধান) বিবাহ সনদ দেবে না। শুধু হেডম্যান এ বিবাহ সনদ দেবেন। রাজাও বিবাহ সনদ দেবে। কিন্তু গ্রামের মানুষ দুর্গমতা ও অর্থের অভাবে রাজার কাছে আসতে পারে না।’ 

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সিএইচট উইমেন্স অ্যাকটিভিস্ট এর সদস্য নুকু চাকমা ও হেডম্যান মংনু মারমা। 

কর্মশালা শুরুর আগে আদিবাসী বিবাহ নিবন্ধন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান