হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাবার না পেয়ে দোকানিকে মারধরের অভিযোগ চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার না পেয়ে দোকানিকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির ‘ভাত ঘর অ্যান্ড বিরিয়ানি হাউস’ নামে খাবারের দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইসহাক আলম ফরহাদ। তিনি চবি শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক। এ ছাড়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন সিক্সটি নাইন গ্রুপের অনুসারী। 

ভুক্তভোগী দোকানি মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ফরহাদ নামে এক ছাত্রলীগ কর্মী আমার দোকানে ভাত খেতে আসেন। সে সময় দোকানে কাস্টমার ছিল, কাস্টমারকে অতিরিক্ত দেওয়ার মতোই ভাত ছিল। আমি তাঁকে বলি ভাত চুলোয় বসানো আছে আপনি ১০ মিনিট ঘুরে আসুন। তিনি ৫ মিনিট পর এসে আমাকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে আমাকে ঢাকনা দিয়ে মারধর করেন এবং ময়লা পানি মেরে দেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপু ভাইকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’ 

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক আলম ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার খেতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারের একটু কথা-কাটাকাটি হয়েছে। আমরা কথা বলেছি, মীমাংসা হয়েছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার