হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোস্তাক আহমদ (৩৫) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার কাপাসগোলা রোডের ফোর স্টার হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোস্তাক আহমদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার হরিনখাইয়া গ্রামের মোক্তার আহমদের ছেলে। অসুস্থতাজনিত কারণে চিকিৎসা নিতে মোস্তাক চট্টগ্রাম নগরীতে আসেন। গতকাল মঙ্গলবার রাতে মোস্তাক তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে ওঠেন। মোস্তাক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। 

ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোস্তাক আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান মোস্তাককে।’ 

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, মোস্তাক আহমদ আত্মহত্যা করেছেন। কারণ হোটেল কক্ষটি ভেতর থেকে বন্ধ করা অবস্থায় ছিল।’ 

ফেরদৌস জাহান জানান, মোস্তাক আহমদ গতকাল মঙ্গলবার নগরীর সিএসসিআর হাসপাতালে ডাক্তার দেখানোর পর রাত পৌনে ১২টার দিকে তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে আসেন। এরপর হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। সকাল সাড়ে ৬টার দিকে মোস্তাক আহাম্মদ তাঁর স্ত্রীকে ঘুম থেকে তুলে নাশতা আনার জন্য বলেন। তার স্ত্রী জেসমিন আক্তার ৬টা ৪০ মিনিটের দিকে নাশতা নিয়ে রুমে গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ করা। এরপর তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে হোটেল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প