হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার মাউন্ট এভারেস্ট জয়ের মিশন বাবরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামের সন্তান বাবর আলী এবার বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসে অভিযানে যাচ্ছেন। দুই বছর আগে হিমালয়ের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার আমা দাবলাম চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান এই তরুণ।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে পর্বতারোহী ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে অভিযান সমন্বয়ক ফরহান জামান বলেন, বাবর এই অভিযানের উদ্দেশ্যে আগামী সোমবার নেপালে রওনা হবেন। আবহাওয়া ঠিক থাকলে অভিযান শেষ হতে মাস দুয়েক সময় লেগে যেতে পারে। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯ হাজার ২৮ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে অভিযান চালানো নিঃসন্দেহে দুরূহ কাজ।

সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, ‘মাউন্টেনিয়ারিং একটি একক ও শ্রমসাধ্য কাজ। পর্বতারোহণের শুরু থেকেই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বিশ্বকে দেখার স্বপ্ন আছে আমার। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই একই অভিযানে লোৎসে আরোহণ করতে চাই।’

এই অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন বাবর আলী। চট্টগ্রামের তরুণ বাবর আলী পেশায় চিকিৎসক হলেও তাঁর ধ্যানজ্ঞান পর্বতারোহণ। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের একমাত্র পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত