হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার মাউন্ট এভারেস্ট জয়ের মিশন বাবরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামের সন্তান বাবর আলী এবার বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসে অভিযানে যাচ্ছেন। দুই বছর আগে হিমালয়ের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার আমা দাবলাম চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান এই তরুণ।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে পর্বতারোহী ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে অভিযান সমন্বয়ক ফরহান জামান বলেন, বাবর এই অভিযানের উদ্দেশ্যে আগামী সোমবার নেপালে রওনা হবেন। আবহাওয়া ঠিক থাকলে অভিযান শেষ হতে মাস দুয়েক সময় লেগে যেতে পারে। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯ হাজার ২৮ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে অভিযান চালানো নিঃসন্দেহে দুরূহ কাজ।

সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, ‘মাউন্টেনিয়ারিং একটি একক ও শ্রমসাধ্য কাজ। পর্বতারোহণের শুরু থেকেই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বিশ্বকে দেখার স্বপ্ন আছে আমার। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই একই অভিযানে লোৎসে আরোহণ করতে চাই।’

এই অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন বাবর আলী। চট্টগ্রামের তরুণ বাবর আলী পেশায় চিকিৎসক হলেও তাঁর ধ্যানজ্ঞান পর্বতারোহণ। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের একমাত্র পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি