হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ছাত্র-জনতার ওপর গুলি: মামলার আসামির অস্ত্রসহ ভিডিও ভাইরাল

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী, মামলার আসামি শিবলু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলার আসামি মো. শিবলুর (২৮) অস্ত্র ও গুলি হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হয়েছে। আজ শুক্রবার কয়েকটি ছবি ও ২২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার বাসিন্দা মো. শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করছে এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নাড়াচাড়া করছে।

শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদল নেতা জিয়াইল হক জোনাইদ পাঁচলাইশ থানায় মামলা করেন। সেই মামলায় ৬৯ নম্বর আসামি শিবলু।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভিডিও ও ছবিগুলো পুলিশের হাতে আসার পর অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত