হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ, ম্যানেজার-নিরাপত্তাকর্মী পলাতক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে, গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে ওই তরণী হোটেলে আসেন এবং একা কক্ষে ওঠেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার বা ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মী পলাতক আছেন। 
  
হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা জেসমিন আক্তার (২৫)। ঠিকানা উল্লেখ করা আছে, রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরীর মেয়ে। হোটেল সি গাজীপুরের ২০২ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাতে হোটেল কর্তৃপক্ষ ২০২ নম্বর কক্ষে এক তরুণীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। 

হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা সঠিক কি না পুলিশ নিশ্চিত নয়। ঘটনার পর থেকে হোটেলের ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পলাতক রয়েছেন। 

মো. মিজানুর রহমান আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

হোটেল সি গাজীপুরের মালিক আব্দুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মী ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেলে আসেন এবং ২০২ নম্বর কক্ষে একা ওঠেন। 

আব্দুল জব্বার আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ মোবাইল ফোনে তাঁকে জানান, সে (ফোরকান) অসুস্থতাবোধ করছেন। রাতে দায়িত্ব পালন করা তাঁর (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর ফোরকান আবারও ফোন করে জানান, হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি।’ 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হোটেল ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পালিয়ে যান বলে জানান আব্দুল জব্বার।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির