হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ, ম্যানেজার-নিরাপত্তাকর্মী পলাতক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে, গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে ওই তরণী হোটেলে আসেন এবং একা কক্ষে ওঠেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার বা ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মী পলাতক আছেন। 
  
হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা জেসমিন আক্তার (২৫)। ঠিকানা উল্লেখ করা আছে, রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরীর মেয়ে। হোটেল সি গাজীপুরের ২০২ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাতে হোটেল কর্তৃপক্ষ ২০২ নম্বর কক্ষে এক তরুণীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। 

হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা সঠিক কি না পুলিশ নিশ্চিত নয়। ঘটনার পর থেকে হোটেলের ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পলাতক রয়েছেন। 

মো. মিজানুর রহমান আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

হোটেল সি গাজীপুরের মালিক আব্দুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মী ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেলে আসেন এবং ২০২ নম্বর কক্ষে একা ওঠেন। 

আব্দুল জব্বার আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ মোবাইল ফোনে তাঁকে জানান, সে (ফোরকান) অসুস্থতাবোধ করছেন। রাতে দায়িত্ব পালন করা তাঁর (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর ফোরকান আবারও ফোন করে জানান, হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি।’ 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হোটেল ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পালিয়ে যান বলে জানান আব্দুল জব্বার।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত