হোম > সারা দেশ > চট্টগ্রাম

জি ই সি মোড়ে জোয়ারের পানি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে। 

সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে জি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন আরেক বেকায়দায়। গতকাল শুক্রবার থেকেই বেচা বিক্রি অনেকটা বন্ধ, ক্রেতা নেই।

স্থানীয় দোকানি আমির উদ্দিন বলেন, আমি গত বিশ বছর এখানে দোকান করছি, কখনো এভাবে পানি উঠতে দেখিনি। বৃষ্টি হলে পানি জমে, তা আবারও নেমে যায়। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে আর আমরা জোয়ারের পানিতে বন্দী এমন অবস্থা এবারই প্রথম।

খাবারের দোকানি আরিফুর সবুজ জানান, নালারও দুরবস্থা, এখানে সড়কের নিচ দিয়ে নালা গেছে, কিন্তু এটি কখনো পরিষ্কার করতে দেখিনি। তা ছাড়া নানা জায়গায় নালায় ময়লা, আবর্জনা ও পলিথিন জমে আছে, এতে পানি নামতে পারছে না।

তা ছাড়া জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় নালা বন্ধ। পানি কখন নামবে তাও বুঝতে পারছি না। বিষয়টি সিটি করপোরেশনের দেখা উচিত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, সকালেই বিষয়টি সমাধানে টিম পাঠানো হয়েছে। কোথাও নালা অপরিষ্কার আছে কিনা, তা দেখবে তারা। আশা করছি আজকেই পানি নেমে যাবে।

সরেজমিনে দেখা যায়, পানি মাড়িয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন, কর্মস্থলগামী মানুষ। পরিপাটি জামা কাপড় আর জুতো পরে যারা বেরিয়েছেন সড়ক পার হতে গিয়ে তারা পড়ছেন বিপাকে। অনেকে আধা কিলোমিটার বেশি সামনে বা পেছনে হেঁটে তারপর সড়ক পার হচ্ছেন, অনেকে পার হচ্ছেন জুতো হাতে নিয়ে। মাঝ মাঝে আমার এ পানিতেই যানবাহন পরিষ্কার করে নিচ্ছেন চালকরা।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির