হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন, যুবককে কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে আবদুল কাদির (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল এ কাজে সহযোগিতা করে। 

কারাদণ্ডপ্রাপ্ত আবদুল কাদির সুনামগঞ্জের বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাগাইশ, ধান্যদৌল ও কালামুড়িয়া এলাকায় অনেক দিন ধরে ফসলি জমিতে একাধিক ড্রেজার মেশিন স্থাপন ও মাটি উত্তোলন করে বিভিন্ন এলাকায় মাটি বিক্রি করে আসছিলেন আবদুল কাদির। এতে ফসলি জমি নষ্ট করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল ধান্যদৌল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ড্রেজার মেশিনের মালিক আবদুল কাদিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি