হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আ.লীগ নেতাকে মারধর: ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম বেগম কামরুন নাহার রুমির আদালতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৬ / ৩০৭ / ৫০৬ ধারায় এ অভিযোগ গঠন করা হয়। 

অভিযুক্ত আসামিরা হলেন–পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দিন মোহাম্মদ জসিম (৫৪), মুসফিক উদ্দিন ওয়াসি (২৪), রবিউল হোসেন রবি (৩৮), ইন্দ্রজিৎ চৌধুরী লিও (৪৫), ইকবাল উদ্দিন সাকিব (২৪), আব্দুল হাকিম (২১), রিমন উদ্দিন চৌধুরী (৩২), আইয়ুব আলী হিরু (৪০), টিটন শীল (৩৮), মো. রুবেল (৩০), মো. সোহেল (৩৮), মো. করিম মোস্তফা (৪২), মো. আসিফ (২১), আ ন ম আবদুল্লাহ (৩৪) ও মো. রুবেল (৩৫)। 

আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী ও পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলায় অভিযোগপত্রভুক্ত মোট আসামি ১৭ জন। এদের মধ্যে ১৫ আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন হয়েছে। বাকি দুই আসামি শিশু অপরাধী হওয়ায় তাঁদের মামলাটি শিশু আদালতে চলবে।’ এ ছাড়া আগামী ২৮ জুলাই মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি। 

গত বছরের ২৯ এপ্রিল চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে প্রতিপক্ষ লোকজন। এ সময় তাঁকে বিবস্ত্রও করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানের আগে পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

নির্যাতনের ঘটনাটি তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নির্যাতনের শিকার ওই আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতিও। 

এ ঘটনায় ভুক্তভোগী জিতেন গুহের ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বিএম জসিমসহ সাতজনের নামে ও অজ্ঞাতনামা ৫ / ৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই বছরের ১৩ জুন বিএম জসিমসহ ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা