হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বিজিবি মোতায়েন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।  

বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে। 

জানা যায়, চট্টগ্রামের যেসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো—হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, পটিয়া ও সীতাকুণ্ডে ১ প্লাটুন করে, ফটিকছড়িতে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান জানান, দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ আটটি উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্হিতি নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।    

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, `বুধবার রাত থেকে পুরো উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্হিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।'  

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্হতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু