হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বিজিবি মোতায়েন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।  

বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে। 

জানা যায়, চট্টগ্রামের যেসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো—হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, পটিয়া ও সীতাকুণ্ডে ১ প্লাটুন করে, ফটিকছড়িতে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান জানান, দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ আটটি উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্হিতি নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।    

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, `বুধবার রাত থেকে পুরো উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্হিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।'  

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্হতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির