হোম > সারা দেশ > খাগড়াছড়ি

বাজারফান্ডের অর্থে মানিকছড়ির হাট-বাজার উন্নয়ন প্রকল্প গ্রহণ

প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি) 

মানিকছড়ি উপজেলার সাতটি বাজার থেকে প্রতিবছর বাজারফান্ড ইজারা বাবদ প্রায় কোটি টাকার রাজস্ব আদায় করে। কিন্তু সেই আয়ের অর্থ বাজার উন্নয়নে ব্যয় করা হয় না এমন অভিযোগ উঠলে বাজার কর্তৃপক্ষ বাজার উন্নয়নে ৩৫ লাখ টাকা বরাদ্দে উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিনটহরী বাজারে গিয়ে দেখা গেছে, রাস্তা ও ড্রেনের মধ্যবর্তী কর্দমাক্ত জায়গায় প্লাড সলিং করে ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ করার কাজ চলছে। 

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, মানিকছড়ি উপজেলার সাতটি বাজার খাগড়াছড়ি বাজারফান্ডের অধীনে। এসব বাজারে সরকারি টোল/টেক্স আদায়ে ইজারা দেওয়া অর্থ বাজারফান্ডের সরকারি কোষাগারে জমা হয়। সেই আয় থেকে ৩০% অর্থ বাজার উন্নয়নে ব্যয়িত হয়। সে অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সাতটি বাজারে পানি নিষ্কাশনে ড্রেন, রাস্তা ও ড্রেনের মধ্যবর্তী স্থানে সলিং ও প্রয়োজনীয় খাতে উন্নয়নে প্রতি বাজারে ৫ লাখ টাকা হারে মোট ৩৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা তথা উপজেলার সবচেয়ে বড় ও প্রসিদ্ধ কাঁচা বাজার রাজবাজার ও তিনটহরী বাজারে উন্নয়নকাজ শুরু হয়েছে। 

এ সময় ব্যবসায়ী মো. শাহ আলম খাঁ বলেন, এই তিনটহরী বাজারটি এই অঞ্চলের প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে বেশ কিছু সমস্যার জরুরি সমাধান প্রয়োজন ছিল। 

বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সারা বছর ২৪ ঘণ্টা এই বাজারে ২ / ৩ উপজেলার সকল প্রকার কাঁচা মালামাল বিক্রি হয়ে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমে ভরপুর ও মুখরিত বাজারে অনেক সমস্যার মধ্যে পানি নিষ্কাশন ও কর্দমাক্ত অলি-গলিতে সলিং প্রয়োজন ছিল। অবশেষে সেই কাজ শুরু হয়েছে। 

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা