হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।

আহত যুবকেরা হলেন রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০)। আহত রুকন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কসবার পুটিয়া এলাকার সীমান্ত দিয়ে ১০-১২ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে রুকন উদ্দিন ও জাকির হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প