হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।

আহত যুবকেরা হলেন রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০)। আহত রুকন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কসবার পুটিয়া এলাকার সীমান্ত দিয়ে ১০-১২ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে রুকন উদ্দিন ও জাকির হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার