হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আওয়ামী সমর্থকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ চরতি ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেলোয়ারের ছেলে মো. সাইমন সাংবাদিকদের বলেন, ‘বাবা কয়েক দিন আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে একটি ভিডিও শেয়ার দেন। এরপর দুর্বৃত্তরা মোবাইলে ফোনে কল করে বাবাকে হুমকি-ধমকি ও খুনের হুমকি দেয়।

ঘটনার দিন বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন বাবা। এ সময় মুখোশ পরা ১০ / ১২ জন লোক সেখানে এসে বাবাকে ছুরিকাঘাত করে। পরে তাকে সিএনজি অটোরিকশায় করে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’ সন্ত্রাসীরা বাবার বুকে, ঊরু ও পায়ে ১০-১২টি ছুরিকাঘাত এবং গলার রগ কাটা ও চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে বলে জানান তিনি।

সাইমন বলেন, ‘বাবাকে প্রথমে চমেক হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২১ নভেম্বর ওনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় চমেক হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তিনি মারা যান।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার