হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৭ ঘণ্টায়ও খোঁজ মেলেনি চট্টগ্রামে নালায় হারিয়ে যাওয়া সালেহ আহমেদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রবল বৃষ্টিতে গতকাল চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়ক ও পাশের নালা একাকার হয়ে যায়। এ সময় মুরাদপুর মোড়ে রাস্তা পার হতে গিয়ে নালায় হারিয়ে যান ৫০ বছর বয়সী পথচারী সালেহ আহমেদ। ঘটনার ২৭ ঘণ্টা পেড়িয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। তাঁর সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সালেহ আহমদ মুরাদপুর মোরে হারিয়ে গেলে এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ২৭ ঘণ্টা পেড়িয়ে গেলেও তাঁরা সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযানের ব্যাপ্তি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় এখন ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কটিবের হাটের চানমিয়া রোড এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। 

জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর মুরাদপুর মোড়ের সড়ক পাড় হচ্ছিলেন সালেহ আহমদ। অতিবৃষ্টির কারণে সড়কে পানি জমে থাকায় সব জায়গা একই রকম মনে হচ্ছিল। এতে তিনি পাশের একটি অরক্ষিত নালায় পরে স্রোতের সঙ্গে হারিয়ে যান। এ ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা চেষ্টা অব্যাহত রাখলেও তাঁকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

নিখোঁজ সালেহর ভাতিজা রুবায়েত হাসান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গতকাল সকালে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন। তিনি নিয়মিত সেখানে যেতেন বলেও উল্লেখ করেন রুবায়েত।

রুবায়েত বলেন, তিনি ৪-৫ বছর ধরে চট্টগ্রাম নগরীতে বাস করছেন। চকবাজারে থাকতেন। অবশ্য ওনার পরিবারের সদস্যরা পটিয়ার গ্রামের বাড়িতে থাকতেন। ওনার দুই ছেলেমেয়ে রয়েছে। চকবাজার এলাকায় তিনি সবজি বিক্রি করতেন। 

বাবার নিখোঁজ হওয়ার খবর পেয়ে ওনার ছেলে সাদেকুল্লাহ মাহিন শহরে ছুটে আসেন। পরিবারের আরও কয়েকজন সদস্য এখানে রয়েছেন। 

জানা যায়, নিখোঁজ ওই ব্যক্তি নালায় ডুবে যাওয়ার ঘটনা স্থানীয় একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরে এটা ফেসবুকে পোস্ট করেন একজন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। ফেসবুক দেখে ডুবে যাওয়ার লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়। 

ফুটেজে দেখা যায়, নালাটিতে কোনো স্ল্যাব ছিল না। নালায় উপচে পড়া পানি থাকায় ভালোভাবে পথও চেনা যাচ্ছিল না।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ