হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছাড়া ইউনিয়নে আগুন পুড়ে ছাই হয়ে গেছে সাতটি বসতঘর। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বাহারছাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্মাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ক্ষতিগ্রস্তেরা হলেন মো. জামাল, মো. হেলাল, মো. ইদ্রিস, মো. জয়নাল, মো. দেলোয়ার, মো. ইউনুছ, মো. সোহাগ। 

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আজাদুল ইসলাম আজকের পত্রিকাকে বললেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছে।’ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পরে জানানো হবে। 

বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে সাতটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট