হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আনোয়ার হোছাইন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মো. আইয়াজ উদ্দিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দরবেশকাটা উত্তরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আয়াজ উদ্দিন উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা বাজারে স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় প্রতিবাদ করেন আনোয়ার হোসেন। এ সময় তাঁকে কোমরে ছুরিকাঘাত করেন মো. আয়াজ উদ্দিন।

স্থানীয় লোকজন আনোয়ার হোসেনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের বড় বোন আছমাউল হোছনা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রধান আসামি আইয়াজ উদ্দিনকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির