হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে ১০ মাঝি মাল্লাসহ ট্রলারডুবি, নিখোঁজ ২

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ১০ মাঝি, মাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তাঁদের মধ্যে আটজন আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন।

গতকাল বুধবার রাত ৩টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে লাসপাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া মাঝি মো. আলম উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ ছেলে ও মাল্লা মঈনুদ্দিন একই গ্রামের রাহামত উল্লাহর ছেলে।

ট্রলারমালিক মো. শাহজাহান বলেন, গত সোমবার সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায় ট্রলারটি। গতকাল মাছ ধরা শেষে তীরে রওনা দেয়। পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে ট্রলারটি ডুবে যায়। আটজনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া আটজনসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ দুজনের সন্ধানে কয়েকটি ট্রলার সমুদ্রে কাজ করছে বলেও জানান শাহজাহান।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইমরুল ফারুক বলেন, চুল্লারপাড়া গ্রামের শাহাজাহানের মালিকানাধীন ট্রলার ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। বাকি আটজনসহ ট্রলারটি রাতে কুতুবদিয়ার তীরে পৌঁছাবে।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির বিষয়টি বোটের মালিক জানিয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। পুলিশও খোঁজ রাখছে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা