হোম > সারা দেশ > কক্সবাজার

বাংলাদেশ বেতারের কক্সবাজার কেন্দ্রে ইংরেজি বুলেটিন

কক্সবাজার প্রতিনিধি

বেতারের কক্সবাজার কেন্দ্রে ইংরেজি বুলেটিন প্রচার উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০১ সালের ২৪ মার্চ। দুই যুগ পর আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে স্থানীয় সংবাদের ইংরেজি বুলেটিন প্রচার শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। তিনি বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় জড়িত বিদেশি নাগরিকেরা কক্সবাজার শহরে অবস্থান করেন।

দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষাভাষীর বিদেশি নাগরিকদের ইংরেজিতে স্থানীয় সংবাদ শোনার সুযোগ ছিল না। এসব চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে ইংরেজি সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, উপবার্তা নিয়ন্ত্রক মো. মাহমুদুন নবী, কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী।

এর আগে মহাপরিচালক এ এস এম জাহীদ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে তালিকাভুক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে যোগ দেন এবং নতুন উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন। পরে তিনি কক্সবাজার কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

জানতে চাইলে কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী বলেন, প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে নিয়মিত ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা