হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম এনামুল হাসান (৩৭)। এ ঘটনায় আবু সৈয়দ আব্দুল্লাহ (৩৮) নামের আরেক রোহিঙ্গাকে অপহরণ করা হয়েছে। 

গতকাল রোববার রাত নয়টার দিকে উখিয়া উপজেলার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকে রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহর বাড়িতে ঘটনাটি ঘটে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন তথ্যটি নিশ্চিত করেছে। 

 ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক জানান, ওই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে কথিত আরসা নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) ওরফে কালা জোবায়েরের নেতৃত্বে ৫০ / ৬০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দ আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এনামুল বাধা দেয়। এ সময় এনামুলের বাম পায়ে হাঁটুর নিচে গুলি করা হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে এসপি নাইম জানান, তিনটি গুলি শব্দ শোনা গেছে। খবর পেয়ে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ এনামুলকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আর অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। 

এসপি নাইম আরও বলেন, কথিত আরসা নামধারী আলইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

জানা গেছে, অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহ একজন আরএসও নেতা এবং এনামুল হাসান তাঁর সমর্থক। 
  

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির