হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ভাসমান থাকা ২৮ জেলে উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়া মাছ ধরার ট্রলারের ২৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার ভোরে ও গতকাল মঙ্গলবার রাতে মাছ ধরার ট্রলার দুটি তলিয়ে যায়। 

গতকাল রাতে ট্রলারে থাকা ১৪ জেলে পাঁচ ঘণ্টা পানিতে ভাসমান থাকার পর উদ্ধার করে পাশের একটি ট্রলারের মাঝিরা। এরপর আজ ভোরে কুতুবদিয়ার তিন কিলোমিটার পশ্চিমে সাগরে আরও একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায়ও ১৪ জেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জাহাজের মাঝিরা। 

ট্রলার মালিক মোহাম্মদ নিজাম জানান, গত রোববার ভোরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা দেয় মালেক শাহ্-১ নামের ট্রলারটি। গতকাল ভোরে ঝড়ের কবলে পড়ে। দীর্ঘসময় ঝড়ের সঙ্গে টিকে থেকে বিকেলে দিকে প্রবল পানির বেগে ডুবে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলেকে পাশের একটি জাহাজ উদ্ধার করে উপকূলে নিয়ে যান। 

ট্রলার মালিক মোহাম্মদ নিজাম বলেন, ‘প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। ছাড়াও আল্লাহর দান ও মো. ফয়েজ নামের আরও দুটি ট্রলার ডুবে গেছে মাছ শিকার করতে গিয়ে।’ 

ডুবে যাওয়া ট্রলারের চালক ইয়াসিন মাঝি বলেন, সাগরে পানির স্রোতের সঙ্গে বেড়ে যায় বাতাস। সাগরে হয়ে উঠে উত্তাল। প্রাণপণ চেষ্টা করেও টিকে থাকা গেল না সাগরে। শেষমেশ পানির ধাক্কায় ট্রলারের গাছ ফেটে ভেতরে পানি ঢুকতে ঢুকতে একপর্যায়ে তা পানির নিচে তলিয়ে যায়। পরে ৫ ঘণ্টা ভেসে থাকার পর বরিশালের একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে। 

এদিকে আজ দুপুরে ডুবে যাওয়া অপর বোট মালিক আলী নুর সওদাগর বলেন, মাছ শিকারে গিয়ে তাদের ট্রলারটি ঝরের কবলে পড়ে। এ সময় ১৪ জন মাঝিকে পাশের জাহাজের মাঝিদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

কোস্টগার্ড সিজি স্টেশন সাঙ্গুর সিপিজি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ জানিয়েছেন, পানির স্রোত বেড়ে যাওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটছে। কর্নেলের নেতৃত্বে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের