নগরীর কোতোয়ালিতে ট্রাকের ধাক্কায় জয়দীপ দাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই ডিগ্রি কলেজের ছাত্র। মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দীপ দাস নগরীর চকবাজারের ১ নম্বর জয়নগরের সেকান্দার ভিলার নির্মল কান্তি দাশের ছেলে।
পুলিশ বলছে, মোটরসাইকেল আরোহী জয়দীপ ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
সিএমপি কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মোজাহেদুল ইসলাম বলেন, পটিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফিরছিল জয়দীপ। পথিমধ্যে রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকতের সামনে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।