হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, (চন্দনাইশ) চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন পিকআপ ভ্যানের চালক মো. আকতার (৩৮)। আহতরা হলেন নোয়াখালীর সেনবাগ এলাকার শাহজাহানের ছেলে মিলন (৩১) ও মো. জালাল (২৮)। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রামমুখী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাইপ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানের চালক আকতারকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ওসি খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনায় পিকআপ চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত