হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, (চন্দনাইশ) চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন পিকআপ ভ্যানের চালক মো. আকতার (৩৮)। আহতরা হলেন নোয়াখালীর সেনবাগ এলাকার শাহজাহানের ছেলে মিলন (৩১) ও মো. জালাল (২৮)। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রামমুখী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাইপ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানের চালক আকতারকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ওসি খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনায় পিকআপ চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড