হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিভাসু থেকে ভিসি নিয়োগের দাবি: একাট্টা শিক্ষক–শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা। 

আজ সোমবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকেরা সিভাসু থেকে ভিসি নিয়োগের যুক্তি তুলে ধরেন। 

মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল রোববার প্রেস ব্রিফিং করে এ দাবিতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে, যার ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে। 

দাবি মেনে নেওয়া না হলে রোড ব্লকসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা। এরই মধ্যে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন শাটডাউনের আওতায় রয়েছে। 

তথ্যমতে, ভিসি নিয়োগের দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা