চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদে নামাজরত অবস্থায় খলিলুর রহমান (৬৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মুসল্লি চট্টগ্রামের পটিয়া থানার আলী আহমদের ছেলে। তিনি কেডিএস লজিস্টিকের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা বলেন, উপজেলার ঘোড়ামারা এলাকার পাক্কা মসজিদে রাতে মসজিদে সুন্নত নামাজ শেষ করার পর হঠাৎ বসে পরেন তিনি। তাঁর শরীর খারাপ লাগছে বলে চিকিৎসক আনতে উপস্থিত মুসল্লিদের অনুরোধ করেন। এ সময় স্থানীয় পল্লি চিকিৎসক এসে জানান ওই মুসল্লি মারা গেছেন।
সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মনির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় লোকটি মারা যাওয়ার খবরটি স্থানীয়দের মাধ্যমে আমি জানতে পেরেছি। রাতে তাঁর স্বজনরা এসে আমার উপস্থিতিতে লাশটি তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে যান।