হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের হাজারী গলির ঘটনায় যুবলীগ নেতা আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাজারী গলির ঘটনায় আটক যুবলীগ নেতা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার গভীর রাতে নগরের লাভ লেন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যযুক্ত একটি ফটো কার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের মোল্লা স্টোর নামের দোকান মালিক ওসমান গণি। সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে বিকেলে স্থানীয়দের একাংশ সেই দোকান ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় বিক্ষুব্ধরা পোস্টদাতা ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন। কিন্তু পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। এরপর তারা পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারী দুর্বৃত্তরা সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ৫৮২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ