হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৮ মহিষ লুট, গ্রেপ্তার ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৮টি মহিষ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ৩টি মহিষ উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার ডুলাহাজারার মালুমঘাট বাজারের কাছে এ ঘটনা ঘটে। 

আটক আব্দু শুক্কুর (৫৭) চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার মৃত রওশন আলীর ছেলে। 

এ ঘটনায় মহিষের মালিক ও ব্যবসায়ী আব্দুর রহিম বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও এক থেকে দুজনের কথা উল্লেখ করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া ও মরিচ্যাবাজার থেকে ১৮টি মহিষ কেনেন ব্যবসায়ী আব্দুর রহিম। ট্রাকভর্তি মহিষগুলো নিয়ে চট্টগ্রামের আনোয়ারা যাচ্ছিল। গাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারে পৌঁছালে ২০-৩০ জন সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে গতিরোধ করে। এ সময় নিয়ন্ত্রণে নিয়ে ট্রাকটি সন্ত্রাসীরা বনের ভেতর নিয়ে যায়। গাড়িতে থাকা ব্যবসায়ী, চালক ও হেলপারের মোবাইল ফোন–টাকা কেড়ে নেয়। এরপর ১৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৮টি মহিষ লুট করে নিয়ে যায়। 

বাদী আব্দুর রহিম বলেন, ‘কক্সবাজারের বিভিন্ন এলাকার হাট থেকে মহিষ ও গরু কিনে আনোয়ারার সরকার হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার ব্যবসায়িক অংশীদারসহ কয়েকজন উখিয়া ও মরিচ্যাবাজার থেকে ১৮টি মহিষ কিনে ফিরছিলাম। পথিমধ্যে সন্ত্রাসীদের কবলে পড়ে সব মহিষ লুট করে নিয়ে যায়। আমি থানায় মামলা দায়ের করেছি।’ 

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বুধবার রাতে মহিষ লুটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি মহিষ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করে। মহিষের মালিক বাদী হয়ে এজাহার দিলে মামলা হিসেবে রুজু করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে