হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ ২ জন আটক

প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলীতে ১ কোটি ৪৪ লাখ টাকার ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় একটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। গতকাল শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। 

গ্রেপ্তারকৃত মো. ফরহাদুর রহমান শাওন (৩১) উপজেলার ঈদগাঁও কাঁচা বাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ও মো. তৌফিক (২১) একই এলাকার মৃত জমিরের ছেলে। আটককৃতদের আজ শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর চরফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি শুরু করা হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন। ট্রাকটি র‍্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুজন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে চালক মো. ফরহাদুর রহমান শাওন, মো. তৌফিককে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ট্রাকের এয়ার সিলিন্ডারে মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে এসে কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন তাঁরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত