হোম > সারা দেশ > খাগড়াছড়ি

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িসহ সমগ্র কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বিক্রি, মজুত, শুকানো ও পরিবহনে এই নিষেধাজ্ঞা থাকবে। এ সময় স্থানীয় পর্যায়ের বরফকলও বন্ধ থাকবে।

নিয়মিত হ্রদ, বাজার ও সড়কে টহলে থাকবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মনিটরিং টিম। বিএফডিসি মহালছড়ি উপকেন্দ্রের কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

নাসরুল্লাহ আহমেদ বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বিপণন, মজুত, শুকানো ও পরিবহন করতে না পারে, এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’ 

নাসরুল্লাহ আহমেদ জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়া হবে। এ ছাড়া অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে। হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

গত বছর কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা এক মাস বেড়ে চার মাস হয়েছিল। তবে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত ও হ্রদের পানি বাড়লে নির্ধারিত সময়ে মাছ ধরা শুরু করা যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার