হোম > সারা দেশ > খাগড়াছড়ি

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িসহ সমগ্র কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বিক্রি, মজুত, শুকানো ও পরিবহনে এই নিষেধাজ্ঞা থাকবে। এ সময় স্থানীয় পর্যায়ের বরফকলও বন্ধ থাকবে।

নিয়মিত হ্রদ, বাজার ও সড়কে টহলে থাকবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মনিটরিং টিম। বিএফডিসি মহালছড়ি উপকেন্দ্রের কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

নাসরুল্লাহ আহমেদ বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বিপণন, মজুত, শুকানো ও পরিবহন করতে না পারে, এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’ 

নাসরুল্লাহ আহমেদ জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়া হবে। এ ছাড়া অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে। হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

গত বছর কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা এক মাস বেড়ে চার মাস হয়েছিল। তবে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত ও হ্রদের পানি বাড়লে নির্ধারিত সময়ে মাছ ধরা শুরু করা যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে