হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক। ছবি: সংগৃহীত

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রাষ্ট্রীয় সালাম প্রদান থেকে বিরত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে উপস্থিত থেকেও পুষ্পস্তবক অর্পণ ও রাষ্ট্রীয় সালাম প্রদান থেকে বিরত ছিলেন জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। এ ঘটনায় জেলার সর্বত্র আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জেলার ফারুকী পার্কের স্মৃতিসৌধে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করতে যান।

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান দেখালেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি। ফাইল ছবি

একে একে সবাই শ্রদ্ধা নিবেদন করলেও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এহতেশামুল হক সেখানে পুষ্পস্তবক অর্পণ করেননি। তাঁর জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইন পুষ্পস্তবক অর্পণ করেন।

বিষয়টি দুঃখজনক বলেছেন জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তাঁরা বলেন, একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হয়ে জাতির গুরুত্বপূর্ণ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করা দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি আব্দুন নূর বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তাঁকে আইন মানতেই হবে। ধর্মীয়বোধ হচ্ছে ভিন্ন বিষয়। যদি ধর্মীয় কারণে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ না করে থাকেন, তাহলে তাঁর চাকরিতে থাকা উচিত নয়। জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন না করে পুলিশ সুপার রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধাবোধ প্রদর্শন করেছেন।’

জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, ‘আমি তাঁকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় বলেছিলাম। কিন্তু তিনি উপস্থিত থাকলেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাননি। কালও একই বিষয় হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. এহতেশামুল হক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসে আসেন, মোবাইলে বলা যাবে না।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই