হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় থেকে মো. নাজিম (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

থানার পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নম্বর মির্জাপুরের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনির পাহাড়ের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজিম। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে নাজিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

মরদেহ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল হক সাংবাদিকদের বলেন, বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজিম একাধিক বিয়ে করেছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি। 

হাটহাজারী মডেল থানার অফিসার মো. রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়। 

মো. রফিকুল ইসলাম আরও বলেন, অধিকতর তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা