হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগের নেতা খুন, ৪ জনকে আসামি করে থানায় মামলা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা (৩৫) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। 

নিহত যুবলীগ নেতা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফোরক আহমেদ বাড়ির মৃত গুন্নু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। 

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিল যুবলীগের নেতা মনজুর হোসেন ও তাঁর বন্ধু সেকান্দর। এ সময় মুখোশ পরা কয়েকজন তাঁদের ওপর গুলি ও মনজুরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীরা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের কয়েকজন কর্মী বলেন, ‘স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু ও জমির ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁকে খুন করে থাকতে পারে।’ 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুন কী কারণে হয়েছে, কারা করেছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির