হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মাঝারি আকারের একটি কাঁঠাল দাম হাঁকাহাঁকি করে শেষ পর্যন্ত ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এই কাঁঠালটি কিনেছেন কাঞ্চন মিয়া (৩৫) নামের এক তরুণ। তাঁর বাড়ি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। খোঁজ নিয়ে দেখা গেছে, কাঁঠালটির বাজারমূল্য ১০০ টাকার বেশি হবে না।

জানা যায়, আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছ থেকে একটি কাঁঠাল নামানো হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। ১ হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত ডাক চলে। সব শেষে সর্বোচ্চ দাম ওঠে ২৬ হাজার টাকা। ওই দামে কাঁঠালটি পান প্রবাস ফেরত কাঞ্চন মিয়া।

মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, ‘আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।’

এ ব্যাপারে কাঞ্চন মিয়া বলেন, ‘আল্লাহর ঘরের কাঁঠাল তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে শান্তি পাব।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড