হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃষ্টিতে চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ, হলে ঢুকতে দেরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ রোববার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তাতে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক তলিয়ে গেছে। ফলে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে আজ শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ঘুরপথে যেতে হয় বলে অনেকের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেরি হয়ে যায়।

আজ রোববার ভোর থেকে শুরু হয় হালকা থেকে মাঝারি টানা বৃষ্টি। তিন ঘণ্টার বৃষ্টিতে (ভোর ৬টা থেকে সকাল ৯টা) চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তাতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে পরীক্ষার্থীরা।

বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেকে। নির্ধারিত সময় পেরিয়ে আধা ঘণ্টা পরও নগরের কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রে ১০ মিনিট দেরিতে যায় ওয়াসিম চৌধুরী নামের এক শিক্ষার্থী। সে বলে, ‘রাহাত্তারপুল থেকে এসেছি। সড়কে পানি উঠেছে, কোনো যানবাহনও ছিল না। পানি মাড়িয়ে হেঁটে হেঁটে আসতে গিয়ে দেরি হয়েছে।’

এবার চট্টগ্রামে ২৮৭টি কলেজের ১১৫টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে; যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন আর ৪৬ হাজার ২৭৩ জন মানবিক বিভাগের।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শনিবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ৫৮ দশমিক ৬ মিলিমিটার এবং আজ রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন দিন ধরে টানা বৃষ্টি অব্যাহত ছিল। ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে। তবে যেহেতু এখনো ৩ নম্বর সিগন্যাল আছে, তাই ভারী বৃষ্টি হলেই এ সময় কোথাও কোথাও পাহাড়ধসেরও ঝুঁকি রয়েছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু