হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচরে ৯ রোহিঙ্গা দালাল আটক

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

রোহিঙ্গাদের বিদেশে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ৯ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন পুলিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ভাসানচরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ৬৫ নম্বর ক্লাস্টারের মো. আলমের ছেলে মো. জোবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে মো. রেদোয়ান (২০), ৬৪ নম্বর ক্লাস্টারের জাকির হোসেনের ছেলে মো. সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), ৫১ নম্বর ক্লাস্টারের সোরব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ৬ নম্বর ক্লাস্টারের আবুবক্করের ছেলে নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের হানিফের ছেলে মো. সালেহ (৪০)। 

স্থানীয়রা জানান, ভাসানচরে রোহিঙ্গাদের আনার পর থেকে একটি গ্রুপ তাদের পালিয়ে যেতে সহযোগী করে আসছে। অর্থের বিনিময়ে তারা এই কাজ করে আসছে। সম্প্রতি পালাতে গিয়ে রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। এতে ১১ রোহিঙ্গার মৃত্যু ও ১৬ জন নিখোঁজ হন। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আটক রোহিঙ্গা দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের হাতিয়া আদালতে পাঠানো হয়েছে। 

 ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার আগমন দিয়ে শুরু হয় ভাসানচরে রোহিঙ্গাদের আনুষ্ঠানিক স্থানান্তর কার্যক্রম। এর পরে আরও ৬ ধাপে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গা বর্তমানে ভাসানচরে অবস্থান করছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে