হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচরে ৯ রোহিঙ্গা দালাল আটক

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

রোহিঙ্গাদের বিদেশে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ৯ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন পুলিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ভাসানচরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ৬৫ নম্বর ক্লাস্টারের মো. আলমের ছেলে মো. জোবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে মো. রেদোয়ান (২০), ৬৪ নম্বর ক্লাস্টারের জাকির হোসেনের ছেলে মো. সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), ৫১ নম্বর ক্লাস্টারের সোরব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ৬ নম্বর ক্লাস্টারের আবুবক্করের ছেলে নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের হানিফের ছেলে মো. সালেহ (৪০)। 

স্থানীয়রা জানান, ভাসানচরে রোহিঙ্গাদের আনার পর থেকে একটি গ্রুপ তাদের পালিয়ে যেতে সহযোগী করে আসছে। অর্থের বিনিময়ে তারা এই কাজ করে আসছে। সম্প্রতি পালাতে গিয়ে রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। এতে ১১ রোহিঙ্গার মৃত্যু ও ১৬ জন নিখোঁজ হন। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আটক রোহিঙ্গা দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের হাতিয়া আদালতে পাঠানো হয়েছে। 

 ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার আগমন দিয়ে শুরু হয় ভাসানচরে রোহিঙ্গাদের আনুষ্ঠানিক স্থানান্তর কার্যক্রম। এর পরে আরও ৬ ধাপে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গা বর্তমানে ভাসানচরে অবস্থান করছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু