হোম > সারা দেশ > চট্টগ্রাম

শরীফের চাকরিচ্যুতি প্রভাব ফেলবে সহকর্মীদের কাজে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামেও মানববন্ধন করেছেন তাঁর সহকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের দুদক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তাঁরা। এতে অন্তত ২০ জন কর্মকর্তা অংশ নেন। তাঁরা মানববন্ধনের পাশাপাশি কিছু সময়ের জন্য কর্মবিরতিও পালন করেন।

যদিও দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান কর্মবিরতির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে অফিসে কাজ করছি। অন্যরাও করেছেন।’

মানববন্ধনে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন সহকর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘শরীফের চাকরিচ্যুতি যেন আমাদেরকে আঙুল দিয়ে দেখায় দিল, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করলে অবস্থা এমনই হবে। তাঁর চাকরিচ্যুতি আমাদের কাজে প্রভাব ফেলবে।’

তাঁরা জানান, শরীফ চট্টগ্রামে দায়িত্ব পালনকালে কারও সঙ্গে আপস করেননি। চট্টগ্রাম অফিসে কর্মরত থাকাকালীন ৫২টি মামলা দায়ের করেন। এ ছাড়া তিনি আদালতে ১৫টি চার্জশিট দাখিল করেন। এ রকম একজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা দুঃখজনক।

বুধবার দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এটি দুদকের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে। সুষ্ঠু তদন্ত করে শরীফকে চাকরিতে ফিরিয়ে আনা উচিত।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক