হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে নারী-পুরুষ বৈষম্য দূর করতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সন্তু লারমা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামে নারী-পুরুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে, তা দূর করতে হলে দরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন। কিন্তু সেই চুক্তি এখনো পূর্ণ বাস্তবায়ন হতে পারেনি। এটি বাস্তবায়নে আন্দোলন জোরদার করতে হবে।

আজ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির যৌথ উদ্যোগে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, নারীর অধিকার ও মর্যাদার পথ ততক্ষণ সুগম হতে পারে নাম যতক্ষণ না সমাজব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে।

পার্বত্য চুক্তি বাস্তবায়নে বিপ্লবের বিকল্প নেই উল্লেখ করে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ের ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। নারী-পুরুষের সম্মিলিতভাবে বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সংগ্রাম চলে আসছে এবং এখনো চলছে।’

সমাজব্যবস্থা এমনিতে পরিবর্তন হয় না উল্লেখ করে এই নেতা বলেন, ‘এখানে বিপ্লব সংগঠিত হতে হবে। বিপ্লবের মাধ্যমে সমাজব্যবস্থার পরিবর্তন ঘটে। মানুষের সমাজের বিকাশ ও অর্থনৈতিক ইতিহাসে দেখা গেছে এটা বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে সমাজব্যবস্থার পরিবর্তন সম্ভব।’

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাউপ্রু মারমা মেরী, রাঙাবী তংচংগ্যা, আইনজীবী সুস্মিতা চাকমা ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ চাকমা। স্বাগত বক্তব্য দেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চাকমা। পরে উন্মুক্ত আলোচনায় নারী-পুরুষ অংশ নেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল