হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধনাঢ্য ব্যবসায়ীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট তরুণের মৃত্যু, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের হাতে আটক তানিম হোসেন রাব্বি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক তরুণ মারা গেছেন। গতকাল বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানার কে-এল ব্লক ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি সাকিব (১৯)। বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়। চট্টগ্রামে তিনি পরিবারের সঙ্গে হালিশহর কে-ব্লক এলাকার ৬ নম্বর রোডে ১৩ নম্বর বাড়িতে থাকতেন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাইভেট কারের চালকের আসনে থাকা ১৯ বছর বয়সী তরুণ তানিম হোসেন রাব্বিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি নগরের হালিশহরের এল-ব্লক এলাকার ১ নম্বর রোডে ৪ নম্বর বাসার ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে চলা একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি. নম্বর-চট্ট মেট্রো-গ-১৪-২৮৫৬) প্রথমে বাইসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ভিকটিম ওসমান গণি রাস্তায় পড়ে যান। ওই সময় প্রাইভেট কারের চাকা ওসমানের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, তানিম হোসেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর ড্রাইভিং লাইসেন্স নেই। ঈদের কারণে সড়ক কিছুটা ফাঁকা। এ সুযোগে ছেলে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেট কারের চালক তানিমকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।

থানায় মামলাটি করেছেন ভিকটিম ওসমান গণি সাকিবের মামা আবুল কাশেম। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তানিম হোসেন রাব্বিকে।

এ বিষয়ে হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গাড়িটির কাগজপত্র আপডেট পাওয়া যায়নি। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। ভিকটিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক