হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে দর্শক মাতালেন মমতাজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে হাজারো দর্শক শ্রোতাকে মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ শনিবার সন্ধ্যায় লাবণি পয়েন্টে মানবপাচার বিরোধী কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে মমতাজের সঙ্গে মানবপাচার প্রতিরোধে একাত্মতা প্রকাশ করে শপথ নেন শ্রোতারাও। 

সুইজারল্যান্ডের সহযোগিতায় জেলা প্রশাসন ও উইনরক ইন্টারন্যাশনাল এর আয়োজন করে। 

সরেজমিন দেখা যায়, সৈকতের লাবণি পয়েন্টের প্রবেশমুখে বিশাল প্যান্ডেলের ভেতরে সাজসজ্জার মঞ্চ। সন্ধ্যায় মঞ্চের আশপাশে কয়েক হাজার মানুষ জড়ো হয়। সবাই এসেছেন মানবপাচার বিরোধী সচেতনতামূলক কনসার্ট দেখতে। কনসার্টে প্রধান আকর্ষণ কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বিকেলের পর থেকে কনসার্ট শুরু হয়। সন্ধ্যার কিছু পর মঞ্চে আসেন মমতাজ। 

মঞ্চে উঠেই গানে গানে মানবপাচার প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’। এর আগে খুলনা, সাতক্ষীরা ও যশোরে কনসার্ট করা হয়েছে। আজ শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত হয় এই আয়োজনের সমাপনী কনসার্ট। 

উইনরক ইন্টারন্যাশনালের মানবপাচার বিরোধী প্রচারণার এই কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ছাড়াও ব্যান্ডদল ‘মাদল’ অংশ নেয়। এতে মানবপাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানবপাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হয়। 

সময়োপযোগী এই আয়োজনের জন্য উইনরক ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সুফিয়ান। তিনি বলেন, এই কনসার্টে মানবপাচার প্রতিরোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিল।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির