হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুকুরের কামড়ে ১১ জন হাসপাতালে, আতঙ্কিত এলাকাবাসী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলা নাঙ্গলমোড়া, মির্জাপুর ও গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, কুকুরের কামড়ে আহত ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আগতেরা হলেন, জান্নাতুল পুষ্পা (৫), নেপাল (৪৫), মাসুদ (১৩), আমানুল্লাহ (১৭), হাসানুল্লাহ (১৭), ফয়েজ (১৯), হাসান (৩৫), শিহাব (১০), ডেজি আক্তার (৩৮), ওমর আলী (৫২) ও আবির (১১)। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুকুরে কামড়ানো ১১ নারী ও শিশুকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ জানান, প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে বেওয়ারিশ একটি কুকুর এলাকায় এনে ফেলা দেওয়া হচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর আড়ালে থেকে অতর্কিতভাবে পথচারীদের ওপর হামলা করে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী