হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুকুরের কামড়ে ১১ জন হাসপাতালে, আতঙ্কিত এলাকাবাসী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলা নাঙ্গলমোড়া, মির্জাপুর ও গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, কুকুরের কামড়ে আহত ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আগতেরা হলেন, জান্নাতুল পুষ্পা (৫), নেপাল (৪৫), মাসুদ (১৩), আমানুল্লাহ (১৭), হাসানুল্লাহ (১৭), ফয়েজ (১৯), হাসান (৩৫), শিহাব (১০), ডেজি আক্তার (৩৮), ওমর আলী (৫২) ও আবির (১১)। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুকুরে কামড়ানো ১১ নারী ও শিশুকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ জানান, প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে বেওয়ারিশ একটি কুকুর এলাকায় এনে ফেলা দেওয়া হচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর আড়ালে থেকে অতর্কিতভাবে পথচারীদের ওপর হামলা করে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট