হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, বাবা-ছেলে নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরও এক আরোহী ও বাসের কয়েকজন যাত্রী আহত হন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জয়াগ ইউনিয়নের রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন লিটন চন্দ্র দেবনাথ (৫০) ও তাঁর ছেলে প্রান্ত চন্দ্র দেবনাথ (১০)। লিটন চন্দ্র দেবনাথ জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল ডাক্তারের বাড়ির সুনীল চন্দ্র দেবনাথের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী প্রতাপ চন্দ্র দেবনাথ (১৩) লিটন চন্দ্র দেবনাথের ছেলে। আহত বাসযাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে ছেড়ে আসে জননী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের জয়াগ ইউনিয়নের জুনুদপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলে থাকা লিটন ও প্রান্ত ঘটনাস্থলে নিহত এবং প্রতাপ আহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

লিটন চন্দ্র দেবনাথের চাচাতো ভাই উৎপল চন্দ্র দেবনাথ জানান, আশঙ্কাজনক অবস্থায় প্রতাপ চন্দ্র দেবনাথকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে বজরা হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা