হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মধ্যরাতে নবীনগর পৌর আ.লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিমপাড়া আলমনগর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বাড়িটির মালিক নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির দ্বিতীয় তলায় আমি পরিবার নিয়ে থাকি। নিচতলা ও তৃতীয় তলায় ভাড়াটিয়া থাকে। রাত ঠিক ১টার দিকে আগুন আগুন চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দেখি গেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় সবার চিৎকারে আশপাশের মানুষজন এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে বাড়ির গেটসহ নিচতলায় থাকা ছয়টি বৈদ্যুতিক মিটারের পুড়ে যায়।’ 

আওয়ামী লীগের নেতা কাউছার আলম শিবু বলেন, ‘গত কয়েক মাস ধরে এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় প্রকাশ্যে প্রতিবাদ করেছি। এ জন্য সেই সন্ত্রাসীর নির্দেশেই আমাকে হত্যাসহ বাড়িটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কেউ যে ওই দুর্বৃত্তকে আগুন দিতে পাঠিয়েছে, সেটি আগুন দেওয়ার পর মোবাইলে ছবি তোলার দৃশ্য দেখেই পরিষ্কার বোঝা গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ 

তবে তিনি অভিযুক্তের নাম জানাননি। তিনি বলেন, ‘পুলিশের কাছেই অভিযুক্তের নাম বলব।’ 

স্থানীয়রা জানান, ‘সিসিটিভির ফুটেজে বোঝা গেছে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পরিকল্পিত। হয়তো কারও নির্দেশে ওই যুবক ভবনে আগুন দিয়েছে।’ 

এদিকে আজ বুধবার নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা গেছে, বাড়িটিতে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মেঘনায় মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪