হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কিশোর গ্যাংয়ের হামলায় বেসরকারি হাসপাতালের কর্মকর্তা আহত, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক আবুল হাসান সোহেল আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সদর উপজেলার মাগুড়ীতে নিজ কর্মস্থল রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন আবুল হাসান সোহেল। এ সময় জকসিন বাজারে সিএনজিচালিত অটোরিকশার যানজট লাগে। তাই আবুল হাসান নেমে ফাঁকা অন্য অটোরিকশাগুলোকে সাইট করতে বলেন। এরই জেরে বখাটে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন আবুল হাসানের ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। আহত সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে দুপুরে আহত আবুল হাসানের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আটককৃত জিহাদ হোসেন ও কামাল হোসেন ছাড়াও আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেন এলাকায় প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কথায় কথায় মানুষজনকে মারধর করেন। তাঁরা এলাকায় মাদকাসক্ত ও নেশাখোর হিসেবে চিহ্নিত। 

আহত আবুল হাসান বলেন, ‘কিছু বুজে ওঠার আগে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে এক দল বখাটে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। ঘটনার পরপরই জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির