হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটা পুনর্বহালের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি সংবাদদাতা

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান তাঁরা।

বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘বৈষম্য মানি না, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল চাই’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি। সারা দেশে আন্দোলন হচ্ছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানাচ্ছি। ২০ বছর পড়ালেখা করে একটি সরকারি চাকরির স্বপ্ন দেখি। এখানে যদি প্রথম শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকে, তাহলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। আমাদের দাবি, এ পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধার মূল্যায়ন হোক।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কোটা নিয়ে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। আমাদের কি কোনো অধিকার নাই? ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার জন্য অবমাননাকর। মেধার সঠিক মূল্যায়ন চাই।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০