হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্ত্রীকে নিতে এসে স্বামীর রহস্যজনক মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তোফাজ্জল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সৈয়দাবাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তোফাজ্জল মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বসুইল গ্রামের মতি মিয়া সরকারের ছেলে। তিনি সৈয়দাবাদ গ্রামের মুন্সিবাড়ির বাচ্চু মিয়ার মেয়ের জামাই।

মৃতের স্ত্রী খাদিজা আক্তার বলেন, ‘কিছুদিন আগে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের কারণে আমি দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। গতকাল শনিবার রাত আনুমানিক ২টার দিকে আমার স্বামী তোফাজ্জল মোবাইলে জানান তিনি শ্বশুরবাড়ি আসছেন। তখন আমার স্বামী আমাকে বলেন সকালে তাঁকে মোবাইল করতে। স্বামীর কথামতো আজ সকালে তাঁকে একাধিকবার মোবাইল করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ভোরবেলা স্থানীয় লোকজন সৈয়দাবাদ মাদ্রাসার পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করতে আসে। এ সময় আমি ও আমার বাড়ির লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করি।’

মৃতের স্ত্রী আরও বলেন, আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে কয়েক শ গজ দূরে আমার বাবার বাড়ি।’

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু