হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের পর থমথমে চবি, ক্যাম্পাসে বাড়তি পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহত আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন। 

শাটল ট্রেনে কথা-কাটাকাটির জেরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সোহরাওয়ার্দী ও শাহজালাল হলে ছড়িয়ে পরে। সংঘর্ষে জড়ানো গ্রুপ দুইটি হলো ভিএক্স ও সিক্সটি নাইন। দুইটি গ্রুপই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাতের শাটল ট্রেনে ভিএক্স গ্রুপের কর্মীদের সঙ্গে সিক্সটি নাইন গ্রুপের কর্মীদের কথা-কাটাকাটি হয়। এ সময় সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করে ভিএক্স গ্রুপের কর্মীরা। শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছানোর পর ভিএক্সের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। 

দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। উভয় পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় উভয় গ্রুপের কর্মীদের হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। পরে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এখনো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা সিনিয়ররা বসে মীমাংসা করে নেব।’ 

তবে এ বিষয়ে জানতে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, সংঘর্ষে কয়েকজন চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুজন চিকিৎসা নিয়ে হলে চলে গেছেন। গুরুতর আহতসহ বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শাটল ট্রেনে কথাকাটাকাটি নিয়ে ভিএক্স ও সিক্সটি নাইনের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার