হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালী থেকে ১০ মামলার আসামি আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনসহ ১০ মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে (৩৮) দুটি এসবিবিএল, দুটি ওয়ান শ্যুটারগান ও একটি কাটারাইফেলসহ আটক করেছে র‍্যাব-৭। 

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজিরখিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব বুধবার দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের হাজিরখিল এলাকা থেকে তাঁকে আটক করে। আটকের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, আসামি নূর মোহাম্মদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে। 

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নুরুল আবচার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে অস্ত্রসহ নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে। 

বাঁশখালী থানার (ওসি) শফিউল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে নূর মোহাম্মদ নামে একজনকে অস্ত্রসহ বাঁশখালী থানায় সোপর্দ করেছে র‍্যাব-৭। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল