হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাসু দাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন। 

কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে রাঙামাটি যাচ্ছিলেন বাসু দাশ। পথিমধ্যে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান বাসু দাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসু দাশকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, হাসপাতালের আনার আগেই বাসু দাশ নামে ওই আরোহী মারা গেছেন। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল হাসিব নামে একজন নিহত হয়েছিলেন। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির