হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাসু দাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন। 

কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে রাঙামাটি যাচ্ছিলেন বাসু দাশ। পথিমধ্যে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান বাসু দাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসু দাশকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, হাসপাতালের আনার আগেই বাসু দাশ নামে ওই আরোহী মারা গেছেন। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল হাসিব নামে একজন নিহত হয়েছিলেন। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু