হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাগলনাইয়ায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় মো. ফারহা হোসেন রাফি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহত মো. ফারহা হোসেন রাফি ছাগলনাইয়া পৌর শহরের তাহফিজুল কোরআন মডেল হিফজ খানার শিক্ষার্থী ছিল। তার বাড়ি ভোলার লালমোহন থানার মুন্সির হাওলা গ্রামে। তার বাবা মো. জাবেদ হোসেন ছাগলনাইয়া থানা মার্কেটের একটি কম্পিউটার দোকানের মালিক। জাবেদ পরিবার নিয়ে থানা পাড়া পাটোয়ারী ভবনে ভাড়া থাকেন।

জাবেদ হোসেন জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বাসায় এসে জানান তাঁর ছেলে প্রচণ্ড মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েছে। তিনি মাদ্রাসায় গিয়ে দেখতে পান ছেলে রাফি মাদ্রাসার ফ্লোরে পড়ে রয়েছে। উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জাবেদ হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

তাহফিজুল কোরআন মডেল হিফজ খানার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বলেন, ‘সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাফি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ ও ফজর নামাজ পড়ে ক্লাসে কোরআন তিলাওয়াত শুরু করে। এ সময় হঠাৎ তার মাথাব্যথা শুরু হয়। শ্রেণি শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে সে শোয়ার ঘরে চলে যায়। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির