হোম > সারা দেশ > কক্সবাজার

আবারও নাফ নদী থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং সীমান্তের বগার দ্বীপ এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যায়।

জেলেরা হলেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদের ছেলে আবুল কালাম (৪০)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় হোয়াইক্যং সীমান্ত থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে তথ্য সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার-১৮ থেকে দক্ষিণ-পূর্বে আনুমানিক ৩ কিলোমিটার নাফ নদীতে বগার দ্বীপ নামক এলাকায় মাছ শিকারের সময় দুই জেলে মিয়ানমার জলসীমা অতিক্রম করলে তাঁদের আটক করে আরাকান আর্মির সদস্যরা। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে